গতরাতে স্ট্যাটাস দেওয়ার পর এক ভাই মেসেজ দিলো, "Your friends from every religion in Bangladesh are here to protect you?
তুই প্রটেক্টেড কারণ মেইবি তুই ইকনমিক্যালি প্রিভিলেজড। ইকনমিকাল সাচ্ছ্যল্যের কারণে এমন বন্ধু মেইনটেইন করতে পারসিশ। "
কথাটা কিছুটা হলেও সত্য। বাংলাদেশের অনেক সংখ্যালঘু সবসময় নিরাপত্তাহীন এবং নিজেদের এই দেশে নিরাপদ মনে করে না। আমাদের শিক্ষার্থীদের এই পুরো ধারণা বদলায় দিতে হবে। আমরা রোজ রোজ মন্দির, গীর্জা, প্যাগোডা পাহাড়া দিতে পারবো না।
করণীয় - দেশজুড়ে সাম্প্রদায়িকতার গোড়া উপ্রে ফেলার এখনই সময়। দেশের প্রতিটি শহরে, গ্রামে, মহল্লায়, ওয়ার্ডে, ইউনিয়নে প্রতেকটা মসজিদে নিয়মিত অসাম্প্রদায়িকতা সম্পর্কে ইমামদের বয়ান প্রদানের আহবান জানাচ্ছি।
প্রতিটি শিশু,পুরুষ এবং মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের দ্বারা অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে ক্যাম্পেইন করা হোক। যারা এখনও অমুসলিমদের নিজেদের শত্রু মনে করে এবং উগ্রবাদী তাদের সঠিক পথে নিয়ে আনি ইসলামের অহিংসতার বাণীর মাধ্যমে। যদি সম্ভব না হয় তাতে, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
জানি এসব একদিনে সম্ভব না, কিন্তু আমরা চাইলেই হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। বারবার সুযোগ আসে না দেশকে ঢেলে সাজানোর। বাংলাদেশকে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই মুহূর্তেই সাম্প্রদায়িকতা উপ্রে ফেলা জরুরি। মায়ের কাছে বিএনপি জামাতের ক্ষমতায় থাকা দিনগুলি সম্পর্কে শুনি৷ ওসময় নাকি হিন্দু মা-বোনেরা শাখা-সিদুর পরে রাস্তায় বের হতে পারতো না। অনেক সংখ্যালঘু যুবককে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করা হতো। আমার মা নিশ্চয়ই মিথ্যা বলবে না!
আগামীতে ক্ষমতায় যেইই আসুক আমরা এই প্রজন্ম আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো৷ যারা আজকে মনোবল হারিয়ে বলছে "দেশ ছেড়ে চলে যাবো, দয়া করে কয়টা দিন থাকতে দেন" তাদের ধ্যান ধারণা আমরা বদলে দেবো। সকলের নিরাপত্তা নিশ্চিত হোক৷
ঘুরে দাঁড়াও বাংলাদেশ!
Author's Information
অনিকেত রায়
Draft Submitted on: 06 August, 2024.